Short Highlights :----

>>##T20 world cup ticket sale will start in 17 November in 96 branches of NCC Bank & Agrani Bank.
>>##Bangladesh tour of Zimbabwe is cancelled.

>>## Bangladesh Cricket Board (BCB) has proposed Zimbabwe Cricket Board for a full tour in December.

Monday, October 21, 2013

|| অনূর্ধ্ব-১৯ :: বাংলাদেশের তরুণদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয় ||


ফাইনালের রূপ পাওয়া শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের তরুণরা।
সোমবার সপ্তম ওয়ানডেতে কম রানের লক্ষ্য দিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৬৭ রানে। সাত ম্যাতের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতলো ৪-৩ ব্যবধানে।
সিরিজের প্রথমটি হারলেও পরের তিনটি জিতে ৩-১ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা এই দুই হারে সিরিজে  ৩-৩ -এ সমতা আসে।
সোমবার গায়ানার জর্জটাউনের এভারেস্ট ক্রিকেট ক্লাব মাঠে ফাইনালের রূপ পাওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৪৮ রান। তাকে ভালোই সঙ্গ দেন জয়রাজ শেখ (২৬) ও উইকেটরক্ষক জসিমউদ্দিন (৩৩)।
প্রথম দুটি জুটিতে রান উঠলেও, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথিরা। শেষের দিকে অধিনায়ক মেহেদী হাসান ২৮ রানের একটি কার্যকর ইনিংস খেলায় বাংলাদেশের রান দেড়শ’ ছাড়ায়।
শেষ তিন ব্যাটম্যান শূন্য রানে আউট হলে ৪৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিবলে একের পর এক উইকেট হারায় স্বাগতিকরা। ১২ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল ও লো অর্ডার ধ্বসিয়ে দেন বা হাতি স্পিনার মোহাম্মদ নিহাদুজ্জামান।
ম্যাচসেরা অধিনায়ক মেহেদী নেন ২৫ রানে চার উইকেট। ৩৩.৫ বলে ১০১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জেরেমি সলোজানো করেন সর্বোচ্চ ৩৫ রান।
ব্যাটে-বলে অনবদ্য খেলার জন্য ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।

No comments:

Post a Comment