Indian famous actress Madhuri Dixit
was very much hearted about retirement of Sachin Tendulkar. She says it is hard to imagine the world of
cricket after a 24-years long career.
She hopes the legend passes on his
art to other aspirants.
Madhuri Dixit told reports about
Sachin on Friday 15-11-2013 at the launch of a jewellery store, “It is very
hard to imagine cricket without Sachin Tendulkar. I would just say all the best
to him. I would wish that he shares his this art with other people, teaches
them to play the game of cricket”
খেলোয়াড় হিসেবে অবসর
নিয়ে নিলেন
শচীন টেন্ডুলকার। একই
সঙ্গে ক্রিকেট-দর্শক হিসেবে
অবসর নিলেন
মাধুরী দীক্ষিতও। মাধুরী
বলেন, ‘টেন্ডুলকার
খেলবেন না,
সেই খেলা
দেখে আর
কী হবে!
২৪ বছর
ধরে খেলে
গেছেন টেন্ডুলকার। সেই
তিনিই আর
খেলবেন না,
ভাবতেই কেমন
যেন লাগে।’
আবেগাক্রান্ত মাধুরী বলেছেন, ‘শচীনকে ছাড়া ক্রিকেট কল্পনাই করা যায় না। ওঁর প্রতি শুভকামনা রইল। আশা করব তিনি তাঁর শিল্পটা এখন অন্যদের শিখিয়ে দেবেন, বোঝাবেন কী করে খেলতে হয়। তিনি কত কত লোকের অনুপ্রেরণা। টেন্ডুলকারের শেষ ম্যাচটা তাই তাঁর ভক্তদের জন্য ভীষণই বেদনাদায়ক।’ আইএএনএস।
আবেগাক্রান্ত মাধুরী বলেছেন, ‘শচীনকে ছাড়া ক্রিকেট কল্পনাই করা যায় না। ওঁর প্রতি শুভকামনা রইল। আশা করব তিনি তাঁর শিল্পটা এখন অন্যদের শিখিয়ে দেবেন, বোঝাবেন কী করে খেলতে হয়। তিনি কত কত লোকের অনুপ্রেরণা। টেন্ডুলকারের শেষ ম্যাচটা তাই তাঁর ভক্তদের জন্য ভীষণই বেদনাদায়ক।’ আইএএনএস।
No comments:
Post a Comment